দেশের সকল খাস জমি অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের লিজ দিতে হবে। তাদেরকে সেখানে বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাদের অধিকার সম্পর্কে বুঝতে হবে। তিনি বলেন, এত এত সংস্কার কমিশনে কারও উপকার হয়নি। ভূমিহীন, কৃষক, দিনমজুরদের টাকায় আপনারা চলেন, রাষ্ট্র পরিচালনার খরচ জোগান।